ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

নবীগঞ্জে আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত

অভিবাসন ডেস্ক :: হবিগঞ্জ জেলার শিক্ষানগরী হিসেবে খ্যাত নবীগঞ্জ উপজেলায় ছেলে-মেয়েদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট।

৮ এপ্রিল ২০২৫ লেস্টার শহরের একটি হলে ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম।

সভায় উপস্থিত সদস্যগণ টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবে একমত পোষণ করেন এবং শিগগিরই নবীগঞ্জে এই শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সভার শুরুতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও কমিউনিটি নেতা লেখক আবুল কালাম আজাদ ছোটন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াকুব, গোলাম মোস্তফা চৌধুরী, শাহ আবিদ আলী, হাজী আব্দাল উদ্দিন, গোলাম মোস্তফা, হাজী আনোয়ার মিয়া, আব্দুল জব্বার, মোছা. আলতা বিবি, মালিকজান বিবি, হাজী আলতাব উদ্দিন, মো. খসরু মিয়া প্রমুখের অবদান স্মরণ করা হয়। এছাড়া প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ট্রাস্টের সভাপতি শামীম মিয়া বলেন, “২৫ বছর আগে লেস্টারে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল। আজ নবীগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ইতিহাস সৃষ্টি করবে।”


বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফুল মিয়া কলেজের জন্য জমি দানের ঘোষণা দেন, যা উপস্থিত সকলের কাছে ব্যাপক প্রশংসা পায়। তিনি জানান, অস্থায়ীভাবে হালিতলায় তার বাগানবাড়িতে কলেজের কার্যক্রম শুরু করা যাবে। এসময় ট্রাস্টি সদস্যরা প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ লক্ষ টাকা দানেরও প্রতিশ্রুতি দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

এই উদ্যোগ নবীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগস :

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত

আপডেট সময় ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

নবীগঞ্জে আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত

অভিবাসন ডেস্ক :: হবিগঞ্জ জেলার শিক্ষানগরী হিসেবে খ্যাত নবীগঞ্জ উপজেলায় ছেলে-মেয়েদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট।

৮ এপ্রিল ২০২৫ লেস্টার শহরের একটি হলে ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসেন আহমদের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম।

সভায় উপস্থিত সদস্যগণ টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার প্রস্তাবে একমত পোষণ করেন এবং শিগগিরই নবীগঞ্জে এই শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন।

সভার শুরুতে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও কমিউনিটি নেতা লেখক আবুল কালাম আজাদ ছোটন, প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ইয়াকুব, গোলাম মোস্তফা চৌধুরী, শাহ আবিদ আলী, হাজী আব্দাল উদ্দিন, গোলাম মোস্তফা, হাজী আনোয়ার মিয়া, আব্দুল জব্বার, মোছা. আলতা বিবি, মালিকজান বিবি, হাজী আলতাব উদ্দিন, মো. খসরু মিয়া প্রমুখের অবদান স্মরণ করা হয়। এছাড়া প্রয়াত সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ট্রাস্টের সভাপতি শামীম মিয়া বলেন, “২৫ বছর আগে লেস্টারে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়েছিল। আজ নবীগঞ্জে শিক্ষার আলো ছড়িয়ে দিতে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত ইতিহাস সৃষ্টি করবে।”


বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ফুল মিয়া কলেজের জন্য জমি দানের ঘোষণা দেন, যা উপস্থিত সকলের কাছে ব্যাপক প্রশংসা পায়। তিনি জানান, অস্থায়ীভাবে হালিতলায় তার বাগানবাড়িতে কলেজের কার্যক্রম শুরু করা যাবে। এসময় ট্রাস্টি সদস্যরা প্রতিষ্ঠানের জন্য পঞ্চাশ লক্ষ টাকা দানেরও প্রতিশ্রুতি দেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা, লেখক ও সাংবাদিক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

এই উদ্যোগ নবীগঞ্জের শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।